সপ্তম খণ্ড : বাংলাদেশ সুহৃদ পাঠক, আপনাদের হাতে এখন মুনতাসীর মামুন রচনাবলির সপ্তম খণ্ড। অধ্যাপক মুনতাসীর মামুন খ্যাতনামা ঐতিহাসিক, গবেষক, কিশোরসাহিত্য রচয়িতা, ছোটগল্পকার, রাজনৈতিক ভাষ্যকার, মুক্তিযুদ্ধের গবেষক, অনুবাদক, প্রবন্ধকার, শিল্প-সমালোচক, শিল্প-সংগ্রাহক, মানবতাবিরোধী অপরাধের বিচার এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগ্রামী-সর্বোপরি একজন কৃতী শিক্ষক। দেশ ও কালের প্রেক্ষাপটে বহুমাত্রিক ভূমিকা জনসমাজে তাঁকে দিয়েছে বিশিষ্টতার আসন। বাংলাদেশকে সত্যিকার অর্থে জনরাষ্ট্রে পরিণত করতে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ভূমিকায় তিনি পরিণত হয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে। অধ্যাপক শরীফউদ্দীন আহমদ লিখেছেন, ‘মুনতাসীর মামুন আজ একটি অতিপরিচিত নাম। বাংলাদেশে শিক্ষা-সংস্কৃতির বিকাশ, ইতিহাসচর্চা আর জনগণের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মামুনের ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ একই সঙ্গে বিবেচ্য তাঁর রচনাবলি। নানা বিষয়ে তিনি অজস্র গ্রন্থ রচনা করেছেন। তাঁর বিপুল রচনারাশি জড়ো করার বাসনা আমাদের মনে জেগেছে। এই পরিকল্পনার বাস্তব রূপ বর্তমান গ্রন্থ।