“জলেশ্বরী” বইয়ের লেখক বই সম্পর্কে যা বলেছেনঃ
জলেশ্বরীর মত ক্ষীণকায় একটা বই লিখতে আমার প্রায় আট মাস সময় লেগেছিল, ধৈর্যহীন হয়ে কয়েকবার লেখা বন্ধও করে দিয়েছিলাম। শেষ করতে হবে বলেই ধৈর্যের আঁচল ধরেছিলাম, কিন্তু সেই আঁচলে মন বাঁধতে পারিনি। আমার অতিপ্রিয় আলস্যও সেজন্য কিছুটা দায়ী। অর্ধলিখা গল্প গলায় আটকে থাকা খাবারের মতই, শেষ না করলে শ্বাস নেয়া যায় না।
এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য মনের সহযােগ ছাড়াই কিছু অংশ লিখেছি, লিখে ভুলে যেতে চেয়েছি। ভুলতে পারিনি, যতবার জলেশ্বরী প্রশংসা পেয়েছে ততবার আমার আক্ষেপ বেড়েছে, ঘায়ের মত উদ্ভাসিত হয়েছে সেসব দূর্বল অংশ।
এবার ঘায়ে প্রলেপ দেয়ার চেষ্টা করেছি, কিছু অংশ নতুন করে লিখেছি, কিছু শব্দ পরিবর্তন করেছি। অলঙ্কারের যােগ বিয়ােগ হয়েছে কেবল, জলেশ্বরীর অবয়ব তাতে পাল্টায়নি। আশা করি ‘জলেশ্বরী’কে এবার ভুলে যেতে পারব।