মহসিন করিমের বয়স এইমাত্র সাতচল্লিশ থেকে আটচল্লিশ হলো। মহসিন করিম আশা করছে তাকে কেউ বার্থ ডে উইশ করুক। কিন্তু কে সেটা? মহসিন করিমের ফোনে একটা ফোন আসে।
হি! হি! হি! শুভ জন্মদিন ডিয়ার করিম!
ও তুমি-
জি জনাব। হি! হি! হি!
কাল সকালে এই মেয়েটার মুখ কি মনে থাকবে মহসিন করিমের? কয়টা মেয়ের মুখ মনে আছে এমন?
আবার খিল খিল করে হাসল মেয়েটা।
মহসিন করিম ভাবল এই মেয়ের মুখটা মনে রাখার চেষ্টা করবে সে।
তোমার নাম কি?
শিলা।
চমকাল মহসিন করিম।
আড়ষ্ট হয়ে গেল মুহূর্তের জন্য। শেষ হয়ে গেল সে। আশাউড়া কটেজ থেকে দ্রুত পালিয়ে গেল। তারপর….