তুমি তো এখন একজন আর্কিটেকচার। এমনিতেই প্রচুর টাকা কামাতে পারবে। তা না করে শুধু শুধু কেন হারাম পথকে বেছে নিয়েছ?
হারাম পথ! কোনটা হারাম পথ? বেশ্যাবৃত্তি হারাম পথ? তাই যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর অনেক নারীই হারাম পথে চলে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক মানেই বেশ্যা। প্রকৌশলী হয়েছি তো কি হয়েছে। প্রকৌশলী হলেই বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে নিতে পারব না এমন তো কোথাও উল্লেখ নেই।