চাকরি প্রত্যাশী একজন যুবক প্রাণেশ যে কিনা দাদা বৌদির চাপে যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করে। চাকরির সুবাদে তাকে এমন এক মফঃস্বলে আসতে হয়, যেখানে আসতে গিয়ে তাকে বেশ বেগ পেতে হয়। শুরুতে ট্রেন থেকে নেমে গাড়ি না পেয়ে ২০০ টাকা ভাড়ায় রিকশা নেয় কিন্তু মজার বেপার রিকশা চালাচ্ছিলো একজন মেয়ে, তবে সে বেশ শক্ত।এই ভাবে পুরো গল্পে লেখক ৪জন নারী চরিত্রকে তুলে নিয়ে আসেন। যে মফঃস্বলে সে আসে সেখানে কেউ মিথ্যে কথা শুনতে পারে না,
না চাইতেই সবাই সবাইকে সাহায্য করেন। তারপর তাকে চলে আসতে হয় এমন এক গ্রামে যেখানে রাতের বেলা কেউ বের হওয়ার সাহস পায় না, সেখানে আমাজনের মত বড় দুটো অজগর সাপ আছে যেগুলো মানুষ শেয়াল সব খেয়ে ফেলে। সেখানে দেখা হয় বন্যা ও কল্পনা দত্তের সাথে। সেই নির্জন পরিবেশই গল্পের শেষ হয়। চিরতরুন সমরেশ মজুমদারের অপরিচিত জীবনযাপন খুবই চমৎকার একটি বই।