-মা! মা! আমি ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছি! আমাদের আর কোন দুঃখ থাকবে না।
-খােকা! বুকে আয়। তাের বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতাে!
পরীক্ষার রেজাল্ট দেবার পর উচ্ছসিত শাহীন ঠিক করেছিলাে বেশ নাটকীয় একটা উদযাপন করে তার মাকে চমকে দেবে। কীভাবে কী করা যায়, ভেবে থৈ পাচ্ছিলাে না। মাথায় মুকুট পরে হাতির পিঠে করে যাবে? ধুর! তা সম্ভব নাকি! হাতি কোথায় পাবে? আর মুকুট কেনারও পয়সা নেই। ওসব মুলতবি থাকুক। ছাত্রজীবনের সর্বশেষ পরীক্ষায় যখন ফার্স্ট হতে পেরেছে, তাতে মােটামুটি নিশ্চিত করেই বলা যায় যে তার জীবনে সামনে পড়ে আছে শুধুই সুখ আর সমৃদ্ধি।