ইতিহাসে মানুষের রূপান্তর ও স্বরূপ লিপিবদ্ধ হয়ে থাকে। যে কোনো মানুষ নিজের উৎস, প্রবহমান ধারা ও গন্তব্য নির্ণয় করতে পারে ইতিহাস অধ্যয়ন করে। তাই মানুষের উত্তরাধিকার ও বিকাশধারার সন্ধান ইতিহাসে প্রত্যক্ষ করা যায়। প্রত্যেক জাতির মতো বাঙালি জাতির আছে একটি ইতিহাস। তবে সেই ইতিহাস নিয়ে আছে নানা বিতর্ক। অন্যদিকে বাঙালি মুসলমানের জাতিসত্তার স্বরূপ ও বিবর্তন ইতিহাসে স্পষ্ট আকারে নেই। ফলে শিক্ষিত জনগোষ্ঠীর কাছেও আমাদের উৎস ও রূপান্তর সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অথচ আত্মপরিচয়ের প্রশ্নে বিষয়টি অত্যন্ত জরুরি।
‘আত্মপরিচয়ের সন্ধানে’ গ্রন্থে আমাদের জাতিসত্তার স্বরূপ, বিকাশধারা, নৃতাত্ত্বিক পরিচয়, ভাষা-সাহিত্য ও সংস্কৃতির রূপান্তর, জাতীয়তাবাদ, রাষ্ট্রচিন্তা, আন্দোলন-সংগ্রাম এবং বিবর্তন সম্পর্কে একটি পরিস্কার ধারণা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন এই সময়ের অন্যতম পণ্ডিত, শিক্ষাবিদ ও কলামিস্ট এবনে গোলাম সামাদ। ইতিহাসের বাঁকে বহুদিনের জমে থাকা অস্পষ্টতা দূর করে একটি জাতির ক্রমধারা ও শেকড় সন্ধান করার মতো দুঃসাহসী, শ্রমলব্ধ ও অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ সম্পন্ন করেছেন লেখক। আমরা চাই এই বইটির মাধ্যমে নতুন প্রজন্ম সঠিক তথ্য ও ধারণা নিয়ে বেড়ে উঠুক এবং দেশপ্রেমে উজ্জীবিত হোক।
বাজারে বইটির দুষ্প্রাপ্যতা ও চাহিদার আলোকে পরিলেখ প্রকাশনী নতুনভাবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। বর্তমান সংস্করণে লেখক তথ্য, উপাত্ত, বক্তব্যসহ সার্বিক দিক থেকে বইটির সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করেছেন। আমরা বইটির বহুল প্রচার কামনা করছি।