“এমিলির চোখ (কিশোর থ্রিলার: অয়ন-জিমি)” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বনের ভেতর থেকে এমিলি নামের ছােট্ট এক মেয়েকে উদ্ধার করল অয়ন, জিমি আর রিয়া। ওকে নাকি ড্রাগন আক্রমণ করেছিল। এমিলির মা বললেন, তার মেয়ে বড় কল্পনাবিলাসী। ওর জগটা রাজকন্যা-রাজপুত্র, দত্যি-দানাে, পরী-জাদুকর আর রূপকথার সব প্রাণী দিয়ে ভরা। তা-ই যদি হবে, এমিলিকে আক্রমণ করল কে? অদ্ভুতদর্শন এক পাখি নিয়ে কে ঘুরে বেড়াচ্ছে উপত্যকায়? অলােকদর্শী অ্যালথিয়াই বা অমঙ্গলের আশঙ্কা করছে কেন? কেনই বা হামলা আসছে অয়ন-জিমি-রিয়ার ওপর.. বার বার? রহস্যের সাগরে হাবুডুবু খাচ্ছে গােয়েন্দারা। শেষে বুঝল, এই রহস্যের সমাধান করতে চাইলে এমিলির চোখ দিয়ে দুনিয়াটা দেখতে হবে ওদের। উকি দিতে হবে রূপকথার জগতে!