“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী চিরন্তনী” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, চীনের মাও সে তুং, ভারতের মহাত্মা গান্ধী, ভিয়েতনামের হাে চি মিন, ঘানার প্যাট্রিস লুলুম্বা, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ইন্দোনেশিয়ার সুকর্ণ, নামিবিয়ার ম্যান নাওমা, সাবেক সােভিয়েত রাশিয়ার লেনিন, সাবেক যুগােস্তাভিয়ার মার্শাল টিটো, কিউবার ফিদেল কাস্ট্রো আর বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের মধ্যে আদর্শিক মিল ছিল অনেক। কীর্তিও তার এক গৌরবে ভরা উজ্জ্বল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে মিশে আছে বাংলা, বাঙালি আর বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু এখন আর বাংলাদেশের নেতা নয়। জীবিতাবস্থায় বিশ্বনেতায় পরিণত হয়েছিলেন তিনি। বর্বরদের হাতে নিহত হবার পর বিশ্ব নেতৃবৃন্দের আকুতিতে জানা যায় তিনি কত বড় মাপের নেতা ছিলেন। মহান নেতা শেখ মুজিবুর রহমানকে ‘পােয়েট অব দি পলিটিক্স’ হিসেবেও আখ্যায়িত করা হয়। আসলে উনি তাে এর চেয়েও অনেক অনেক বেশি।
বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের বিভিন্ন বাণী এখানে সংকলিত হয়েছে। বইটি পাঠকদের বহুমাত্রিক বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।