কোথাও নেই রাসেল। কোথাও না! বাড়িময় একাধিকবার খুঁজে দেখেন মিসেস আহমেদ। না, কোথাও নেই রাসেল। কিন্তু চার বছরের একটা বাচ্চা যাবেই বা কোথায়? সেদিনের সেই রাতের পর পার হয়ে গেছে চার চারটা বছর। ডা. ফিরােজ ফায়ার করেছিলেন ভীষণ নিষ্ঠুরভাবে, এবং তৎক্ষণাৎ প্রাণীগুলিকে রাস্তায় লুটিয়েও পড়তে দেখেছিলেন তারা তিন জনেই। কিন্তু সকালে একটি মৃতদেহও চোখে পড়েনি রাস্তায়, এমনকি এক ফোঁটা রক্তের দাগ পর্যন্তও নয় যেন বিগত রাতটিতে এখানে অস্বাভাবিক কিছুই ঘটেনি। অবশ্য সে রাতের পর রাহাত কিংবা সেই প্রাণীগুলি- কাউকেই আর নজরে পড়েনি কখনও…