“বঙ্গবন্ধু ও রাসেলের গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
১৯৭৫-এর ১৫ আগস্ট বাঙালির ইতিহাসে সবচেয়ে বেদনাত দিন। এদিন ঘাতকের হাতে রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ভাগ্যক্রমে দুই কন্যা দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধুর প্রিয় সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, পুত্রত্রয় শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল, সদ্যবিবাহিত দুই পুত্রবধু, বঙ্গবন্ধুর একমাত্র অনুজ শেখ নাসেরসহ স্বজনদের অনেককেই ঘাতকেরা এ-রাতে হত্যা করে। পরিবারের সবার ছােট শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে ওরা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ঘাতক হিসেবে পরিগণিত হয়। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার পরিচয়। আমাদের সাহিত্যে বঙ্গবন্ধু অনিবার্য মহানায়ক হয়ে আছেন। ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাযজ্ঞের শিকার শিশু রাসেলও আমাদের কবি-সাহিত্যিকদের রচনায় মূর্ত-চিরশিশু। বঙ্গবন্ধু ও রাসেলকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্পগাথা। এই সংকলনে দেশের বিশিষ্ট লেখকদের একগুচ্ছ কিশােরগল্প স্থান পেয়েছে। গল্পগুলি পাঠকদের অন্তর্লোক স্পর্শ করবে বলে আমাদের বিশ্বাস।