কুয়াশার ফণা। কাঁটাতারের সীমান্তের ওপারে কুয়াশায় অস্পষ্ট। সীমান্ত পারাপারে কুয়াশার কোন বাঁধানিষেধ নেই। কুয়াশা কাঁটাতারের এপাশে ফণা তুলে ওপাশে লকলকে জিহবা বিস্তৃত করে। ঘনঘাের কুয়াশার ফণার ধোয়াটে আভার মধ্যে ভৌতিক অবয়ব ভেসে আসে। নিশ্চপ নিস্তব্দ সীমান্তে হঠাৎজীবন হয়ে ওঠে বুলেটের শব্দে। নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ে বিকট শব্দে। সীমান্তের সবুজ সজীব ঘষে মাঠিতে রক্তের দাগ! পুষ্পলতা ঝুলছে কাঁটাতারে! কাঁটাতারে রক্ত ঝরে! সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত মৃত কন্যার লাশ নিয়ে সাইকেল আরােহী পিতা এগিয়ে চলে! তার সাথে সাথে এগিয়ে চলে বাংলাদেশ। পিতা কন্যা হত্যার বিচার চায় না। শুধু চায় দেশের প্রধান, দেশ মা দেখুক কি হাল সীমান্তের! কি হাল বাংলাদেশের! কতখানি অসহায় একজন পিতা!! কিন্তু সেই যাত্রাও কোন সহজ যাত্রা নয়! সন্তানের লাশ বহনকারী পিতার প্রতিপদে আসে বাধা! সেই বাধা উপেক্ষা করে এগিয়ে চলে বাংলাদেশ!