গল্প পড়তে কে না ভালােবাসে! ছােট থেকে বুড়াে; গল্পের প্রতি সবার এক দুর্নিবার আকর্ষণ থাকে। কারণ, গল্পই জীবনের কথা বলে। জীবনকে গভীরভাবে উপলব্ধি করার সুযােগ এনে দেয়। সর্বোপরি কথা হলাে, মানুষের জীবনে গল্পের এক বিরাট প্রভাব রয়েছে।
তবে সব গল্পের কথা বলছি না। গল্পের নামে যেসব বস্তাপচা নষ্ট ও বিদেশি দাদাদের থেকে ধার করে আনা সাহিত্য আমাদের সমাজে সাধারণতঃ প্রচলিত রয়েছে, সেসব না। সেগুলাে আমাদের সমাজকে কলুষিত করে, অন্ধকারের পথে ঠেলে দেয় যুবসমাজকে। সস্তাপ্রেম আর আবেগের জোয়ারে ভাসিয়ে তাদেরকে দিশাহীন জীবনের পথে পরিচালিত করে।
আর যে গল্পগুলাে আমাদের ভালাে হতে শেখায়, চিরসত্য ও সুন্দরের পথে আহ্বান করে এবং জীবন ও জীবনের বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করতে শেখায়, সেগুলােই তাে আমাদের পড়া উচিত এবং সেগুলােই আমাদের ছােট্ট সােনামণিদের হাতে তুলে দেয়া উচিত।
এই প্রেরণা থেকেই ‘জীবন সাজানোের গল্প’ বইটির জন্ম। আশা করি, পাঠকবৃন্দ এর দ্বারা উপকৃত হবে। ইনশাআল্লাহ ।