হাকীমুল উম্মত থানভী রহ. এর মালফুজাত, বয়ান ও রচনাসমগ্রের বিষয়ভিত্তিক সংকলন সিরিজের অন্যতম আয়োজন “আল ইলমু ওয়াল উলামা”। এ বইয়ে অনেক শ্রম-সাধনা ব্যয় করে হযরত থানভী রহ. এর সমগ্র ওয়াজ ও রচনা মন্থন করে ইলমের গুরুত্ব, উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা, মাদরাসা-মকতবের উপকারিতা, পরিচালক ও শিক্ষাবৃন্দের জন্য দিকনির্দেশনা, আবশ্যকীয় সতর্কীকর, আলেমদের জীবিকা নির্বাহের পন্থা, ফারেগ তালেবুল ইলমদের জন্য প্রয়োজনীয় কর্মপন্থাসহ তালেবুলইলম ও উলামায়ে কোরামের ইসলাহ ও সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংকলন করা হয়েছে। মাদরাসার শিক্ষা ও পরিচালনা সংক্রান্ত সকল বিষয়, মুহতামিম ও শিক্ষকবৃন্দের গুন ও শর্তাবলি, স্ট্রাইক চাঁদা, দস্তারবন্দী, জলসা, মাদরাসা, ও মাদরাসা কর্তৃপক্ষের প্রতি অভিযোগ ও তার জবাব, আলেম ও সাধারণ জনগণের প্রতি উপকারি নসিহত ও পরামর্শ ইত্যাদি এবং অনুরূপ প্রায় তিন শতাধিক শিরোনামকে গুরুত্বপূর্ণ অধ্যায় ও অনুচ্ছেদে সুবিন্যস্ত করে বর্ণনা করা হয়েছে। পাঠ করার পরই গুরুত্ব ও উপকারিতা সঠিক অনুধাবন সম্ভব হবে।