মনােবিদ আর শিক্ষাবিদদের মতে, আমাদের মস্তিষ্ক-শক্তির অতি সামান্য অংশমাত্র ব্যবহার করি আমরা। তাহলে আমরা বাকি অংশটা ব্যবহার করি না কেন? এককথায় বলা যায়, অলসতার কারণে। ওই অলসতাকে ঝেড়ে ফেলে একটু কষ্ট করে বইটি পড়ন আর এতে দেখানাে পদ্ধতিগুলাে চেষ্টা করুন। ফল পাবেন হাতে হাতে। বদলে যেতে পারে আপনার জীবন। এখানে যেসব পদ্ধতির কথা বলা হয়েছে, তা আপনাকে স্মরণশক্তিতে অনেকটাই সক্ষম করে তুলবে। এ কারণে আপনার কাজকর্মের মতাে আপনি যদি আপনার দুর্বল স্মরণশক্তি নিয়ে হা-হুতাশ করতে থাকেন, তবে এ বইটি পড়ার পরও আপনি আপনার স্মরণশক্তি নিয়ে তা-ই করবেন, তবে সম্পূর্ণ ভিন্নভাবে। এখন আপনি বিস্ময়কর মনে রাখা ও নিখুঁত স্মরণশক্তির অধিকারী হিসেবে আত্মবিশ্বাসী হবেন!