‘বঙ্গবন্ধু’-মাত্র এইটুকু শব্দবন্ধের মধ্যেই কেমন অবলীলায় আকাশের অসীমতা আর সাগরের বিশালতা মিলেমিশে একাকার হয়ে যায়। আবার সূর্যের প্রাখর্য এবং চাঁদের স্নিগ্ধতা−এই দুই বৈপরীত্যের অপূর্ব সমন্বয়ও এই একটি নামের মাঝে। পিতৃদত্ত নাম তাঁর শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার রূপকার তিনি। স্বাধীনতা লাভের পর কৃতজ্ঞ বাঙালি জাতি তাঁকে জাতির জনকের সম্মানে বিভূষিত করেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে তাঁর বঙ্গবন্ধু পরিচয়টিই জেগে আছে সবার অন্তরে।
বাঙালির সুদীর্ঘকালের লড়াই-সংগ্রামের রক্তখচিত ইতিহাস এবং বাংলাদেশের অভ্যুদয়ের গৌরবদীপ্ত রাজনীতির গায়ে অভিনব শিল্পসুষমা যুক্ত করে মহাকাব্যিক ব্যাপ্তি এনে দিয়েছেন যে অমর কবি, তাঁর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান তিনি। বিদেশি সাংবাদিক তাঁকে অভিহিত করেছেন ‘পোয়েট অব পলিটিক্স’ বলে। মহান সেই ‘রাজনীতির কবি’র সংগ্রামমুখর জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে, এমনকি তাঁর সাড়ে তিন বছরের শাসনামলের সাফল্য-ব্যর্থতা নিয়ে বাংলাদেশে এবং দেশের বাইরে বিস্তর লেখালেখি ও গবেষণা হয়েই চলেছে দীর্ঘদিন থেকে, আলোচনার এই ধারা অব্যাহত থাকবে আরো বহুযুগ ধরে, প্রজন্মপরম্পরায়। এ আলোচনার ইতিবাচক ফল হচ্ছে−দিনে দিনে বঙ্গবন্ধু আরো বেশি আলোক উদ্ভাসিত হবেন, সেই ‘আলোকিত বঙ্গবন্ধু’র উপস্থাপনই বর্তমান সংকলন গ্রন্থের অভীষ্ট উদ্দেশ্য।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সংক্ষিপ্ত শাসনকালের নানা দিকে আলোকপাত করেছেন এই সংকলনভুক্ত লেখকবৃন্দ। সম্মিলিত সেই আলোতে ‘আলোকিত বঙ্গবন্ধু’ আশা করি অনুসন্ধিৎসু পাঠকের ভালো লাগবে।