“অতিলৌকিক ” বইয়ের প্রচ্ছদে লেখা:না জানি কত যুগ যাবত তালাবদ্ধ এক দরজা… কথিত আছে, সেই বদ্ধ দরজার ওপাশে নিবাস এক পিশাচ সাধকের। নিবাস অন্ধকার আত্মার, নিবাস তাঁর আরাধ্য প্রাণীদের।
এবং অপেক্ষায় আছেন তিনি।
অপেক্ষায় আছেন যুগের পর যুগ!
কী হবে, যখন অবসান হবে সুদীর্ঘ সেই প্রতীক্ষার? কী ঘটবে, যখন আবারাে উন্মুক্ত হবে অন্য ভুবনের রহস্যময় সেই দরজা? কী হবে, যদি অন্ধকারের প্রাণীরা বিস্তার করতে শুরু করে তাদের পৈশাচিক ছায়া এই ধুলাে মাটির পৃথিবীতে? কী হবে পরিণতি যখন অন্ধকার শক্তিরা আত্মপ্রকাশ করবে তাদের সমস্ত কদর্যতা নিয়ে? এই কাহিনী মানব মনের সমস্ত বােধের ওপারে থাকা সেই নামহীন শক্তির, যাকে প্রকৃতি সর্বদা আড়াল করে রাখে সযত্ন সতর্কতায়। এই কাহিনী চির পুরাতন সেই যুদ্ধের অশুভের বিপক্ষে শুভ শক্তির যুদ্ধ, অন্ধকারের বিপক্ষে আলাের যুদ্ধ। অশুভ শক্তির বিরুদ্ধে জিততে কি পারবে প্রকৃতির প্রেরণ করা শুভ শক্তির যােদ্ধারা?