“মাহাথির এবং মালয়েশিয়া” বইয়ের সংক্ষিপ্ত কথা:
এ বই মূলত ভ্রমণকাহিনি। তবে ভ্রমণকাহিনি বললে বইটি সম্পর্কে হয়তো সামান্যই বলা হবে। কারণ, কেবল পরিদর্শিত স্থান আর পরিচিত মানুষের বর্ণনাতেই এ বইটির তাৎপর্য সীমাবদ্ধ নয়। যদিও ভ্রমণ বইটির একটি আকর্ষণীয় দিক। সময়ের ব্যবধানে দুবার লেখক মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। শালয়েশিয়াকে বর্তমানে উন্নয়নশীল বিশ্বের সামনে উন্নয়নের একটি মডেল হিসেবে উপস্থাপন করা হয়। আর সে উন্নয়নের রূপকার হলেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সেই অর্থনৈতিক উন্নয়নের ইতি ও নেতির দিকগুলো লেখক এ বইয়ে তুলে ধরেছেন। সমকালীন রাজনীতি এবং সংশ্লিষ্ট দ্বন্দ্ব-বিতর্কের আনুপূর্বিক ও বস্তুনিষ্ঠ বিবরণও পাওয়া যাবে এ বইয়ে।