“বাংলা বিপরীতার্থক শব্দকোষ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
যেথায় ‘ইতি’ সেথায় ‘নেতি’। আর আশা-নিরাশা, হাসি-কান্না, জীবন-মরণ, আসল-নকল, চড়াই-উতরাই, সকাল-বিকাল, সাদা-কালো, মন্দ-ভালো এসব তো নিত্যসঙ্গী। কে কাকে ফেলে যায়? এমন ভাব, অনুভব, অনুভূতি, অবস্থা, অবস্থান প্রকাশে শব্দ নির্ধারণ বা চয়ন তো প্রতিদিনের সঙ্গী, প্রতি মুহূর্তের কাজ, প্রতিক্ষণের চাওয়া। যথেচ্ছচারিতা নয়, এই বিপরীত ভাব প্রকাশি শব্দচয়নে আছে কিছু নিয়মরীতি। নিয়মকানুন মেনেই বিপরীতার্থক শব্দ তৈরি বা সৃষ্টি হয়। ভাষা বিজ্ঞানের নানা অগ্রগতির ধারায় বিপরীতার্থক শব্দ চর্চার গুরুত্ব অপরিসীম। এমন গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনাই বর্তমান গ্রন্থ। সেই সঙ্গে আছে শব্দার্থ। যা শব্দার্থ অনুধাবন করে বিপরীতার্থক শব্দ নির্ণয়ের পথকে সুগম করবে।