“বঙ্গবন্ধু ও মুক্তিসংগ্রাম” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জুলফিকার নিউটনের রচনায় একই সঙ্গে মিশে থাকে। যুক্তিবাদী বিশ্লেষণ, দার্শনিক মনন ও হার্দিক সংবেদন। তাঁর দেখার ধরন স্বতস্ত্র, লেখার ভঙ্গি স্বচ্ছ। গভীর কথাকেও নিতান্ত সহজ করে বলতে পারেন তিনি। তাঁর চিন্তা ঋজু ও যুক্তিপূর্ণ, মতামত দ্বিধাহীন ও অভিজ্ঞতাপুষ্ট। প্রসঙ্গ সাময়িক হলেও জীবনবােধ থেকে উত্সারিত বলে প্রতিটি মতামত অমূল্য। বঙ্গবন্ধু ও মুক্তিসংগ্রাম গ্রন্থে মননের সঙ্গে উপলব্ধি এক অসাধারণ রাসায়নিক সংমিশ্রণে গড়ে উঠেছে এক সম্পূর্ণ জীবনবােধ। সব মিলিয়ে এক ব্যাপক বিশ্বদৃষ্টি ও নিগূঢ় জীবনবােধ। চিন্তার স্পষ্টতায়, ভাষার স্বচ্ছতায়, বিশ্লেষণের ব্যাপকতায়, উপলব্ধির গৃঢ়তায়, প্রত্যয়ের দৃঢ়তায় জুলফিকার নিউটনের প্রবন্ধগুলি আক্ষরিক অর্থেই প্রবন্ধ। তিনি সেই বিরল প্রাবন্ধিকদের একজন যার রচনা পরবর্তীকালের হারায় না প্রাসঙ্গিকতা, যার চিন্তা আমাদের বহু ভাবনাচিন্তার সমস্যা সংকটের জট ছাড়াতে, কর্মপন্থা নির্বাচন করতে সহায়ক।