“ওগো বিদেশিনি” বইয়ের পিছনের কভারের লেখা:
শরীফকে ভালােবেসে কেনিয়ার মেয়ে ডরিস কুন্ডা উড়ে এলাে বাংলাদেশে। এসে জানলাে শরীফ বিবাহিত। তদুপরি শরীফ যখন ডরিসকে চিনতেই পারলাে না, তখন তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সবকিছু ছেড়ে চলে এসেছে সে, কেনিয়া। ফিরে যাবার কোনাে উপায় নেই আর; বাড়ির মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী অসহায় ডরিস থেকে গেল শরীফদের বাড়িতেই। নাতাশার সাথে বাইরে বের হয়ে হলাে ইভটিজিং এর শিকার। রাগে-ক্ষোভে-ঘৃণায় ইভটিজিং এর বিরুদ্ধে গড়ে তুললাে প্রতিরােধ। তৈরি করলাে ফেসবুক পেজ “ইভটিজারস অব বাংলাদেশ’ । পেজটি সারা দেশে বিপুল সাড়া ফেলে দিল। একসময় তাকে কিডন্যাপ করা হল। সে কি কিডন্যাপারদের হাত থেকে মুক্তি পেয়েছিল, তার প্রেমিককে কি সে ফিরে পেয়েছিল অবশেষে- এসব প্রশ্নের উত্তর দিবে উপন্যাস ‘ওগাে বিদেশিনি’। এক নিঃশ্বাসে পড়ার মতাে শ্বাসরুদ্ধকর, বিচিত্র, ভিন্ন আঙ্গিকের উপন্যাস- ‘ওগাে বিদেশিনি।