আবিদ ফায়সাল মূলত কবি। তবে তিনি গদ্য-পদ্য দুই-ই লেখেন। তাঁর কবিতা ও গদ্যভাষার ছিরিছাঁদ নিয়ে প্রাজ্ঞজনদের মন্তব্য কবুল করে বলা যায় : ‘তাঁর কবিতার ভাষ্যে অনেকান্তিক দ্যোতনা আর বহুরৈখিক চেতনা’র যেমন মুগ্ধতা আছে; গদ্যভাষায়ও ‘কৌতুক আছে, কৌত‚হল জাগিয়ে রাখার ক্ষমতা আছে, এক উদার মানবিকতার ছোঁয়া আছে।’ নিজস¦ পৃথক তাঁর ভাষাশৈলী। গদ্যনমস্কার আবিদ ফায়সালের গদ্যশক্তি ও সামর্থ্যরে এক প্রাজ্ঞ নিদর্শন।