“বাংলা ভাষার মজা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বুদ্ধি করে মাথা খাটিয়ে সাজাতে জানলে একটি সাধারণ শব্দও বাক্যের আগে পরে বসে- সেই বাক্যকে পারমাণবিক বােমার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। আবার এর উলটোটি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু তাই নয়, বাংলার প্রতিটি শব্দ এক একটা ইতিহাস- মহাভারত, রামায়ণ এবং পরবর্তীকালে প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে এক একটি শব্দ। আমাদের প্রাণের শব্দ। কলকল করে জলে ভরে বলে কলস, লেডি ক্যানিং-এর প্রিয় ছিলেন বলে পানতুয়া আকৃতির মিষ্টির নাম এখন ল্যাডিকোনি। দাউদ খান থেকে দাদখানি। এমন হাজার হাজার উদাহরণ বাংলা ভাষার মজা বইতে পাওয়া যাবে। শব্দের এই জাদুই বাংলা ভাষার মজা এবং চিরায়ত সৌন্দর্য। এই মজা আর চিরায়ত সৌন্দর্যের বিষয়টি কত মনােরম, মধুর, সরস এবং শৈল্পিক তা-ই বাংলা ভাষার মজা বই-এর পাতায় পাতায় ফুটিয়ে তােলা হয়েছে।