আমরা সকলেই পুতুল। কেউ কথা বলা, কেউ কথা না বলা পুতুল। আমরা খাই ভিন্ন, পরি ভিন্ন, শিখি ভিন্ন, শিখাই ভিন্ন, জীবনের মানেও আমাদের ভিন্ন-ভিন্ন পথ ও মত। কিন্তু তারপরও তো থাকে কিছু কিছু চাওয়া, না পাওয়ার ভিন্নতা। তৃপ্তির ভিন্নতা, ভিন্ন করে দেয় প্রকাশের ভিন্নতাকে। ভিন্ন কিছু পাওয়ার তাড়নায় পুতুলগুলো সদাব্যস্ত। কে সফল, কে ব্যর্থ, কে সুখি, কে অসুখি- খুবই জটিল হিসাবগুলোকে সামনে রেখে আমার এই ‘পুতুলের গল্প’। সহজ কথনে দার্শনিকতার এক মহা আটলান্টিক। বিষাদময়তাকে নিয়ে খেলেছি পুতুলদের সাথে। কিন্তু হতাশায় হারিয়ে যেতে চাইনি, ক্লান্ত হয়েছি। এক সমুদ্র আর্তনাদ রেখে যাচ্ছি ক্লান্ত হতে হতে-ঈশ্বরের পাগলামিতে।