“প্রমিত বাংলা বানান বিধি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলা বানানে কোথায় কী ভুল হয় এবং কেন হয় তা পর্যবেক্ষণ করে লক্ষাধিক সদস্য নিয়ে গঠিত ‘শুদ্ধ বানান চর্চা’ গােষ্ঠীর বৈয়াকরণদের দ্বারা পরিচালিত গবেষণার আলােকে এবং বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানান রীতি অনুসরণে “শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি” শিরােনামের গ্রন্থটি রচিত। এখানে বাংলা বানানের প্রায়। সবকটি প্রয়ােজনীয় নিয়ম যথাসম্ভব সহজবােধ্য উপায়ে উপস্থাপন করা হয়েছে। প্রাত্যহিক জীবনে শুদ্ধ বানান চর্চায় যেসব বিষয় প্রয়ােজন সেসব বিষয়ও গুরুত্ব সহকারে পরিবেশন করা হয়েছে। সর্বস্তরের বাংলাভাষীর প্রমিত বাংলা বানান এবং তা কার্যকরভাবে প্রয়ােগের উপায় শেখার পর্যাপ্ত উপাদান এখানে রয়েছে। আমি মনে করি, গ্রন্থটি পাঠকের কাছে সমাদৃত হবে।