“ভেদার্থ শব্দযথা” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
সমোচ্চারিত কিংবা প্রায় সমোচ্চারিত অথচ ভিন্ন অর্থপ্রকাশক শব্দ ব্যবহারের ক্ষেত্র ব্যাপক এবং বিস্তৃত। ভাষার শিষ্ট উচ্চারণ, জনসমক্ষে ভাষণ, গান কিংবা কবিতা আবৃত্তি সর্বত্রই এর গুরুত্ব স্বীকৃত। কবিতা আবৃত্তি বা গানের ক্ষেত্রে কবি-গীতিকারের শব্দ প্রয়োগের উদ্দেশ্য অর্থাৎ শব্দের অর্থ অনুধাবন করে তা প্রকাশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সমোচ্চারিত কিংবা প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সীমা ব্যাপক ও বিস্তৃত। অভিন্ন বানান-উচ্চারণ নানা অর্থ, ভিন্ন বানান একই উচ্চারণ আলাদা অর্থ, অভিন্ন বানানে অর্থভেদে উচ্চারণের ভিন্নতা, সমোচ্চারিত কিংবা প্রায়-সমোচ্চারিত শব্দের আলাদা অর্থ কিংবা বিপরীত অর্থ-এমন নানা ধরনের শব্দ সংকলন ‘ভেদার্থ শব্দযথা’। এর বাইরে বাংলা শব্দভাণ্ডারের আরও নানা চিত্র-বিচিত্ররূপের সংকলন বর্তমান গ্রন্থ। বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে সংকলনে প্রবেশ করলে পাঠক সহজেই অনুধাবন করতে পারবেন, প্রচলিত অভিধান চর্চার বাইরে ‘ভেদার্থ শব্দযথা’ একটি ব্যতিক্রমী প্রয়াস। এ যেন বাংলা শব্দভাণ্ডারের বিস্তীর্ণ ময়দানে শব্দের বিচিত্র অর্থসন্ধানী এক মনোযোগী খেলা।