গভীররাতে কারো ডাক শুনতে পান কাকা। তিনি বের হয়ে যান ঘর থেকে। কিন্তু কাউকে দেখতে পান না। তাহলে কার ডাক শুনেছেন? কে তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে?
আরেকদিন ফোঁপানোর শব্দ শুনতে পান কাকা। আর শব্দটা আসে খাটের তলা থেকে। তিনি নুয়ে তাকাতেই যা দেখেন, তাতে আর স্থির থাকতে পারেন না। দৌড়ে গিয়ে আছড়ে পড়েন উঠানে। কিন্তু কেন?
মুয়াজ্জিন সাহেব সন্ধান দেন ভয়ঙ্কর এক পিশাচবাড়ির। যে বাড়ি দখল করে রেখেছে মুখপোড়া পিশাচেরা। কিন্তু পিশাচ কেন মুখপোড়া হবে? কে পুড়েছে? কী এর পেছনের ইতিহাস?
একরাতে পালবাড়ির শ্মশানে ঢুকে পড়েন মুয়াজ্জিন সাহেব। যে শ্মশান দেড়শ বছরের পুরনো। যে শ্মশান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে যখন-তখন। হঠাৎ তার দিকে এগিয়ে আসতে থাকে একটি লাশ। তারপর…