সন্ধানী গবেষক আজির হাসিবের বিচক্ষণ বিশ্লেষণ ও শ্রমসাধ্য গবেষণার ফসল লোকসাহিত্য লোকসংস্কৃতি। এ-গ্রন্থে তিনি বাংলাদেশের লোক সাহিত্য-সংস্কৃতি বিষয়ে আলোচনার পাশাপাশি সিলেট অঞ্চলের প্রবাদ, বারোমাসি, ধামাইল, বিয়ের গীত এবং হাসন রাজা, রাধারমণ, শাহ আবদুল করিমের সংগীতের মূল্যায়ন করেছেন। উল্লিখিত বিষয়ে এই ধীমান লেখকের উপস্থাপনা ও সৃজনশীল ভাষা পাঠকের মধ্যে জাগাবে নতুন ভাবনা ও কৌতূহল!
এই গ্রন্থ লোকসাহিত্যচর্চার সৃষ্টিশীল প্রয়াস হিসেবে গণ্য হবে।