বিপ্লবী মতাদর্শ মার্কসবাদের প্রতিভাবান উত্তরসূরি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক লোকতন্ত্রের নির্মাতা ভি. আই. লেনিনের রচিত মোট সতেরটি প্রবন্ধ এই গ্রন্থে সংকলিত হয়েছে। বাংলা সাহিত্যে প্রগতিশীল উপাদানগুলো চিহ্নিত করতে এই বই আকরগ্রন্থ হিসেবে অবদান রাখবে বলে আমরা মনে করি। সাহিত্যিক, লেখক, মনীষীদের দৃষ্টিভঙ্গি থেকে প্রতিক্রিয়াশীল ও পশ্চাতপদ উপাদানগুলো মুছে ফেলতেও এই বই সহায়ক ভূমিকা গ্রহণ করবে তা দৃঢ়ভাবে বোঝা যায়। বাংলা সাহিত্যের প্রগতিশীল গতিপথে এই বই আরও গতি সঞ্চার করবে বলে আমাদের বিশ্বাস। লেনিনের সকল রচনা বাংলাভাষী অঞ্চলে জনপ্রিয় এবং প্রভাব সঞ্চারী। এই বইটিও বাংলা সাহিত্যের প্রগতির ধারায় তার অমোচনীয় চিহ্ন রাখবেÑ আমরা নির্দ্বিধায় বলতে পারি।