“আউটলায়ার্স” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ম্যালকম গ্ল্যাডওয়েল বলছেন, কোনাে কিছু সহজভাবে ও পরিষ্কার করে বলার মধ্যে। এক ধরনের সৌন্দর্য আছে। তার মা ছিলেন একজন মনােবিজ্ঞানী ও বাবা ছিলেন। একজন গণিতবিদ। তিনি বড় হয়েছেন গণিতের বাস্তবিক যৌক্তিকতা ও। মনােবিজ্ঞানের বুঝজ্ঞানের মধ্যে। হয়তাে এজন্যই তিনি সহজভাবে ও পরিষ্কার করে। বলার মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন।
গ্ল্যাডওয়েল তার বই ‘আউটলায়ার্স’ এর মাধ্যমে সারা বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের। সাফল্যকে নতুন করে বিচার বিশ্লেষণ করেছেন। আমরা প্রায় সময়ই সফল ব্যক্তিদের। দেখি, তারা সফলতা অর্জন করার পর তাদের সাফল্যকে নানা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দাঁড় করাতে চেষ্টা করি। সাফল্য অর্জন করার পর একজন সফল ব্যক্তি। কেমন তার দিকেই আমাদের দৃষ্টি। অথচ তিনি কোথা থেকে এসেছেন এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন : সফল ব্যক্তিদের সংস্কৃতি, তাদের পরিবার বা গােষ্ঠীগত সুবিধাদি কেমন ছিল, তাদের প্রজন্ম ও অর্থনৈতিক পটভূমি এবং তাদের। স্বকীয় অভিজ্ঞতা তাদের পরবর্তী জীবনে কেমন প্রভাব বিস্তার করেছে – এমন বহু। প্রশ্নের জবাব তিনি তার বইয়ের মাধ্যমে দিয়েছেন।
এভাবে তিনি সফটওয়্যার কোটিপতিদের সাফল্যের কারণ বিশ্লেষণ করেছেন এবং | বড় বড় খ্যাতিমান ফুটবল খেলােয়াড় বা হকি খেলােয়াড় কীভাবে তাদের পরবর্তী জীবনে সাফল্য অর্জন করেছেন তার পূর্ণ চিত্র তুলে ধরেছেন। এশিয়াবাসী কেন গণিতে ভালাে, বিখ্যাত সঙ্গীতদল বিটলস কীভাবে সাফল্যের চূড়ায় উঠল এবং খ্যাতিমান আইনজীবীদের পেশাগত সাফল্যের কারণও তুলে ধরেছেন।
আশা করি বইটি আপনার চিন্তায় নতুন খােরাকের জোগান দিবে।