বাবু! বাবু কে? বাবু ঢাকার ছেলে। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা আমলা। বাবু খায় দায় নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর উভট কাজ কারবার করে বেড়ায়। শাহরিয়ার প্রথম বাবু এঁকেছিলেন ‘৮৩ সালে। ‘৮৫ সালে “অর্বাচীন” নামক এক পত্রিকায় প্রথম প্রকাশ। তবে বাবু নিয়মিত সাপ্তাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে The Daily Star ব্যাকপেজ অথবা Inner sleeve এ পত্রিকার Rising Stars এর পাতায় ১৯৯৭ সাল থেকে। এই কমিগুলােই একত্রিত হয়ে প্রকাশিত হয়ে চলেছে ডাইজেস্ট আকারে। এই সময়ের পাঠক মাঝেমঝেই নিজেকে খুঁজে পান বাবু’র পাতায় পাতায়।