অতিচেনা রোমান হরফেই লেখা সবকিছু, অথচ পড়ার চেষ্টায় দাঁত ভেঙে যায়, ভ্রম হয় অচেনা অজানা কোন ভাষা বলে। অন্তর্জালে মুরাদ টাকলা নামের এই ভাষায় বেশ কয়েক বছর হয় নাজেহাল হচ্ছেন বাংলার আপামর জনগণ। এই ভোগান্তি থেকে জাতিকে বাঁচাতে এলো–মুরাদ টাকলা অভিধান। অভিধানটি পড়তে গিয়ে নিখাদ বিনোদনের পাশাপাশি আগামীতে অনলাইনে মুরাদ টাকলা ডিকোডের হ্যাপা আপনার অনেকটাই কমে যাবে নিশ্চিত।
বাজারে হাজারটা অভিধানের ভিড়ে মুরাদ টাকলা অভিধান কেন অনন্য? কারণ অভিধানের মতো এমন গুরুগম্ভীর একটা জিনিস পড়ে যে হাসতে হাসতে খুন হওয়ার অভিজ্ঞতাও হতে পারে, সেটা এই অভিধান না পড়লে কখনো জানতে পারবেন না। অমূল্য এই বইটি কিনতে পারেন, মেরে দিতে পারেন, ধার নিয়ে পড়তে পারেন, কিংবা শুধু নেড়েচেড়ে দেখতে পারেন। তবে বইটি আগে যারা শুধু নেড়েচেড়ে দেখেও কেনেননি তাদের অনেকেই এখন কারওয়ানবাজারে সবজি বেচেন।