বাংলাদেশের পূর্ব-দক্ষিণের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী রোহিঙ্গা জনগোষ্ঠী। তারা নিপীড়িত, নি:সঙ্গ, নিগৃহীত। সর্বোপরি গণহত্যার শিকার। দশকের পর দশক ধরে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে আসছে তারা। রাষ্ট্র কখনো এই অসহায় জনগোষ্ঠীর জন্য সহায়তার হাত বাড়ায়নি। বরং রাষ্ট্রের বৈরী আচরণ রোহিঙ্গাদের জীবন আরও বিপন্ন করে তুলেছে। স্বদেশ থেকে বিতাড়িত এই জনগোষ্ঠীর ১১ লক্ষাধিক মানুষ আজ বাংলাদেশে আশ্রিত।মিয়ানমারের অভিসন্ধিমূলক আচরণ, প্রতিবেশী দেশগুলোর ভূরাজনৈতিক ও অর্থনৈতি স্বার্থের আবর্ত আর বিশ্বসম্প্রদায়ের নানামুখী চলনের অভিঘাতে অনিশ্চিত হয়ে পড়ছে তাদের স্বদেশ প্রত্যাবর্তন।নিগৃহীত এই জনগোষ্ঠীর অতীত আর বর্তমানকে জানতে-বুঝতে অবশ্যপাঠ্য এ বই।