“জবাইঘর” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
জবাইঘর পড়তে আপনার ভালাে লাগবে না। মানুষের জীবনের চরমতম পরাজয়, কঠিনতম পরীক্ষা, আর মন বিকলনের কাহিনী সব। এখানে কোন সুখী গল্প নেই, সুখী চরিত্র নেই। আমরা কি। খুব সুখে আছি? মিথ্যে সুখের গল্প শুনিয়ে কী লাভ! আপনাকে এই বইয়ে মুখােমুখি হতে হবে একের। পর এক অস্বস্তিকর পরিস্থিতির। পড়া শেষ করলে হয়তাে অস্বস্তি আরাে জাঁকিয়ে বসবে। বসুক।মানুষের অসুখ এবং আঁধারেরও ঠিকানা দরকার, কী বলেন? সাহস করে মুখােমুখি হয়েই দেখুন! হয়। অন্ধকার অবচেতন জিতবে, নয়তাে আপনি। চ্যালেঞ্জটা নিয়েই দেখুন না কেমন লাগে!