“তনু কাকা সিরিজ: রাজবাড়ির অন্ধকারে” বইয়ের ফ্ল্যাপের অংশ:
মানুষটি কেঁদে ফেলেন। চরম অসহায়ত্ব নিয়ে বলে। চলেন, ‘মাসখানেক আগে আমার মেয়েটা হারিয়ে যায়। মেয়েটাকে হারানাের পর পুরাে দেশ খুঁজেছি। না কোথাও নেই।’
‘থানা-পুলিশ কী বলে?
‘ওরাও চেষ্টা করেছে। বুঝতেই পারছেন আমি প্রভাবশালী মানুষ। টাকা-পয়সা আছে। কিন্তু আমার মেয়েটা যেন হাওয়া হয়ে গেল। ‘কোনাে সন্দেহভাজন? যাকে আপনার মনে হয়েছিল….
‘সেটাই তাে ব্যাপার রে ভাই। সন্দেহভাজন মানে আমি নিশ্চিত যে এই মানুষটিই আমার মেয়েকে নিয়ে গেছে। বলেন কী? তাকে পুলিশ গ্রেপ্তার করেনি?
করেছিল। ছাড়া পেয়ে গেছে।