রোমান সাম্রাজ্য শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাথায় ব্রোঞ্জের শিরস্ত্রাণ পরিহিত, শক্তিশালী দেহের বর্শাধারী একদল সৈন্য। কিন্তু রোমানরা কেবলই যোদ্ধা ছিল না, বর্তমান সভ্যতার অগণিত উপহার তাদের কাছ থেকে এসেছে। ছোট্ট একটা শহর হিসেবে শুরু হলেও, আস্তে-আস্তে তা বিস্তৃতি হয়ে পরিণত হয় বিশ্বের সবচাইতে বড় এবং প্রভাবশালী সাম্রাজ্যে। প্রখ্যাত রোমান সম্রাট, তাদের এলাকা দখল ছাড়াও রোমান সভ্যতার রয়েছে আরও অনেক দিক। সেনেটাস পোপুলাসকে রোমানস বইতে আমরা চেয়েছি ইতিহাসের যে অংশ প্রায়শই রয়ে যায় নজরের আড়ালে, সেই গল্পগুলোকে তুলে আনতে। সাম্রাজ্যের আগে রোমে ছিল সাত রাজার রাজত্ব। কেবল গ্রিক পুরাণই নয়, রোমানদেরও রয়েছে স্বতন্ত্র অনেক পৌরাণিক গল্প। হারকিউলিস, থিসিয়াস, পার্সিয়াসদের মতো রহস্য-ঘেরা বীর না হলেও লুক্রেশিয়া, নুমা ও গাইয়াস ম্যারিয়াসের মতো ইতিহাস খ্যাত ব্যক্তিত্ব। অপরাজেয় রোমান সাম্রাজ্যকে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করা হ্যানিবল, স্পার্টাকাস এবং দ্বিতীয় অ্যালারিকের কথাও আছে বইতে। আশা করি, রোমান সভ্যতার এই আখ্যান পাঠকদেরকে মুগ্ধ করবে।