১৯২২ সাল। উত্তরাধিকার সূত্রে গ্রামে কিছু জমি পায় আরলেট জেমস। নিজেদের বসত বাড়ীসমেত ঐ জমি বিক্রি করে শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় সে। কিন্তু তার এই স্বপ্নে বাঁধ সাধে তার স্বামী। ঝামেলা শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে স্বামীর হাতে খুন হতে হয় আরলেট জেমসকে। এরপর… লােভ, অভিশাপ, প্রতিশােধ, বীভৎসতা, আতঙ্ক ও ভয়ের এক করুণ স্বীকারােক্তি ১৯২২।