মানব সভ্যতার বয়স কত? হতে পারে তা ‘সহস্র বছর, হতে তা আরাে বেশী। যুগ যুগ ধরে টিকে থাকা মানব সভ্যতার। ইতিহাস তাে আসলে যুদ্ধের ইতিহাস। সে যুদ্ধ হতে পারে ময়দানে, হতে পারে। অন্দরে সময় বদলায় কিন্তু যুদ্ধের প্রকৃতি বদলায় না। যুদ্ধের সেরকমই কিছু খণ্ডচিত্র চিত্রায়িত করা হয়েছে প্রেম ভালােবাসার চিরায়িত ক্যানভাসে। বাগদাদ থেকে উড়ে এলাে ওড়না তাই একই সাথে যুদ্ধ এবং ভালােবাসার গল্প।