যেহেতু আমার কর্মকাণ্ড ভাষাশ্রয়ী, ফলে ভাষার অলিগলিতে যাতায়াত আমার প্রায় নিত্যদিনের কাজ। অন্য আরও দুটি ভাষার সঙ্গে মাতৃভাষার লেনদেনে আমাকে মাঝেমধ্যেই মধ্যস্থতা করতে হয় বলে এদের সীমাবদ্ধতা ও স্বাতন্ত্র, শক্তি ও দুর্বলতা, সম্ভাবনা ও সৃজনীস্বভাবকে দেখার সুযােগ ঘটে। এসবের পাশাপাশি মাতৃভাষার প্রতি অবহেলা ও অসম্মানও দেখছি প্রতিনিয়ত। এসব নিয়ে ভাবতে ভাবতেই স্বেচ্ছায় লেখা হয়ে গেছে গােটা সাতেক প্রবন্ধ। এর মধ্যে প্রথমটি চর্যাপদের ভূমিকা হিসেবে আর সপ্তমটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ কর্তৃক আয়ােজিত একটি অনুষ্ঠানে পাঠের প্রয়ােজনে লিখতে হয়েছিল। প্রমিত ও আঞ্চলিক ভাষার মধ্যে যদিও আসলে কোনাে বিরােধ নেই, অন্তত প্রমিতের দিক থেকে নেই বলেই আমি মনে করি, আঞ্চলিক দিক থেকেও আছে বলে আমার মনে হয় না।