“কিশোর গোয়েন্দা তনু কাকা সিরিজ: ক্রিকেটের আড়ালে” বইয়ের প্রচ্ছদের লেখা:
রিয়াজুল বলল, জানেন, এর চেয়ে কষ্টের আর কিছু হয়। ও যে আমার কী প্রিয় বন্ধু ছিল! এমনকি এখান থেকে বিয়ের কিছু কেনাকাটাও আমরা করেছিলাম। অথচ লােকে বলছে আমি নাকি…!’ কাকা তার পিঠে হাত দিয়ে বলল, “কিন্তু কেন বলছে? আপনার কী মনে হয়?
‘সেটাই তাে বুঝতে পারছি না। ক্রিকেট দলে অধিনায়কত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জায়গা নিয়ে লড়াই থাকবে, এটা তাে একটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে সে জন্য কাউকে খুন করতে হবে? এটা কোনাে কথা হলাে!