সমসাময়িক রাজনীতি ও সমাজের চালচিত্র একজন লেখককে আলোড়িত করবে, এটাই স্বাভাবিক। লেখক রাজনীতির মাঠের মানুষ নন, কিন্তু রাজনীতি তাঁকে উদ্বেলিত করে। ভাবায়ও। সমাজের নানা সরব-নীরব পরিবর্তন লেখকের মনোজগৎকে অনিবার্যভাবে পাল্টে দেয়। সমাজ-রাজনীতির উত্তরণ ও বিপর্যয়ের আখ্যান নতুনভাবে ব্যাখ্যা পেতে থাকে মনে। অগ্রগণ্য কথাশিল্পী হাসান আজিজুল হকও তাই সমসাময়িক সমাজ-রাজনীতি নিয়ে ভাবেন, রাজনীতি নিয়ে লেখেন। তাঁর লেখা বেশ কিছু সাম্প্রতিক রাজনৈতিক কলাম প্রথমবারের মতো এক হলো এই বইতে। সমকালের তাৎক্ষণিক উত্তাপ যেমন লেখাগুলোতে রয়েছে, তেমনি আছে অতীত ইতিহাসের আখ্যান আর ভবিষ্যৎ দিনের জন্য চিরকালীন আশাও।