মেয়েটির নাম নাতাশা, বয়স বিশ। হঠাৎ করেই তার জীবন ও মনােজগতে এক পরিবর্তন আসে। তাকে। জানানাে হয়, সে কোন সাধারণ মানুষ নয়, বরং যােদ্ধা দলের সদস্য। পিশাচদের হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করা এই যােদ্ধা দলের কাজ। এই কাজের অংশ। হিসাবে প্রয়ােজনে খুনও করতে হতে পারে। সাইকোলজিস্ট সব জেনে বললেন, মেয়েটি সিজোফ্রেনিক, মানসিক রােগী। এদিকে ঘটনাচক্রে পুলিশ নাতাশাকে সিরিয়াল কিলার বলে সন্দেহ করতে শুরু করেছে। অপরদিকে নাতাশার পরিবারের লােকজন ভাবছে, ও কি মাদকাসক্ত? নাতাশা আসলে কি? এই প্রশ্নের উত্তর নিয়েই এগিয়ে গেছে সমর নামের এই শ্বাসরুদ্ধকর কাহিনী।