এই উপন্যাসের নায়ক সুপন তার স্ত্রীকে ভালোবাসে। আপনিও নিশ্চয়ই আপনার স্ত্রীকে ভালোবাসেন। সুপনের মনে কী আছে-আমরা জানতাম না। বা জানলেও প্রকাশ করতাম না। কিন্তু সব গড়বড় করে দিলেন জ্যোতিষী। জ্যোতিষী আমাদের জানাচ্ছেন-স্ত্রীকে ভালোবাসলেও সুপন মনে মনে অন্য নারীকে কামনা করে। এবং এটাই নাকি পুরুষের স্বাভাবিক কিন্তু গোপন প্রবণতা।
জ্যোতিষী রাখঢাক না করে বলেই দিলেন-আপনার স্ত্রী মারা যাবে আর আপনি প্রথম প্রেমিকাকে বিয়ে করবেন।
স্ত্রী মারা যাওয়ার সম্ভাবনাটা কষ্টের। কিন্তু প্রথম প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারটা দারুণ শিহরন-জাগানো নয় কি? এই কষ্ট আর শিহরনের টানাপোড়েনে সুপনের কী অবস্থা দাঁড়ায় সেটার উত্তর আছে এই উপন্যাসে। তবে আপনাকেও একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে-এরকম টানাপোড়েনে পড়লে আপনি শেষ পর্যন্ত কী করবেন?