হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় দরজাটি।। শুরু হয় খোঁজাখুঁজি। জানা যায় শ্মশানে একটি দরজা পড়ে আছে। ছুটে যাওয়া হয় শ্মশানে। কিন্তু দরজার দেখা মেলে কি? শেষ পর্যন্ত কোথায় পাওয়া যায় দরজাটি? কেন ভূতুড়ে আওয়াজ করে এ দরজা? কেন নিজে নিজেই খােলে আর বন্ধ হয়? কেন এ দরজা ঠেলে ঘরে ঢুকলে লাশ হয়ে বের হতে হয়? সব প্রশ্নের একটিই জবাব— দরজাটি অভিশপ্ত । কিন্তু কেন অভিশপ্ত? কী এর পেছনের ইতিহাসঃ