আচমকা মেয়েটা বােকা বনে যায়। ওকে গ্রামের এক প্রতিবেশী এনে বেশ্যাপাড়ায় বিক্রি করে দেয় । শুরু হয় কিশােরী মেয়েটার কঠিন সংগ্রাম। ভালাে গান গাইতাে এক গানের ওস্তাদের চোখে পড়ে যায়। যুবতী হয়ে যায় সময়ের সাথে। শুরু হয়ে যায় মায়াবতীর জীবন যুদ্ধ। এ জীবন পদে পদে নাটকীয়তায় ভরা। তারপরও কি যুদ্ধ শেষ হয় সেই মেয়েটির?