প্রত্যেকটি বই নিজে একটি লাইব্রেরী, একটি জ্ঞানের ভাণ্ডার। আমি দেখেছি গ্রাম আর শহরের বিচিত্র সব সমাজ ব্যবস্থা। আমি দেখেছি বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ স্বাধিকার আন্দোলন মহান মুক্তিযুদ্ধ। সবকিছু বর্ণনা করেছি খুব নিকট থেকে দেখে। সব সত্য ঘটনাগুলি পড়লে আপনার মনে হতে পারে অতিরঞ্জিত। আসলে ঘটনাগুলি সব সত্য। জীবন কখনাে এক জায়গায় কেন্দ্রীভূত থাকেনা। পাখির বাসা নির্দিষ্ট থাকে। সুস্থ মানুষের জীবন কখনাে কেন্দ্রীভূত থাকেনা। ছুটে চলা জীবনে কতাে কিছুইনা ঘটে থাকে। আমাদের জীবনেও ঘটেছে। পৃথিবীতে রয়েছে লক্ষ কোটি প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর মিলবেনা কোনােদিন। প্রশ্নগুলি নিয়েই প্রতিটি জীবনের ঘটবে পরিসমাপ্তি। সমাজ, রাষ্ট্র, জাতি নিয়ে এই গ্রন্থে রয়েছে অনেকগুলি প্রশ্ন। পাঠকরা পড়ে বুঝতে পারবে সমাজ এবং সমাজের মানুষ নিয়ে বইটিতে রয়েছে অনেক বড়াে চিন্তাধারার বহিঃপ্রকাশ।