‘ঐশ্বরিক অক্ষর’কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর নবতম কাব্যসম্ভার। এ কাব্যে তিনি জয়গান গেয়েছেন মানবতার, কাক্সক্ষা করেছেন মানুষের চিত্তের বিকাশ ও আত্মার জাগরণের। কামনা করছেন অসুন্দরের বিলয় ও সুন্দরের জাগরণ, মিথ্যার বিনাশ ও সত্যের উত্থান, হিংসার অবসান ও শান্তির বিজয়। মানুষ হচ্ছে বিশ্বস্রষ্টার এক অপূর্ব সৃষ্টি, যার মাঝে লুকিয়ে আছে অফুরন্ত ও অনন্ত সম্ভাবনা। মানুষের মাঝেই সুপ্ত হয়ে আছে সারা বিশ্বের সর্বজনীন ও সামগ্রিক প্রাণশক্তি। মানুষের সম্মিলিত জাগরণের মাঝেই নিহিত রয়েছে সমগ্র বিশ্বশক্তির স্থিতি ও সমৃদ্ধি। মানুষের পরাজয় মানে বিশ্বের সেই সামগ্রিক প্রাণশক্তির বিপর্যয়। সে বিপর্যয় থেকে বাঁচতে হলে মানুষকে আত্মসর্বস্ব না হয়ে, হতে হবে আত্মামুখী এবং তাকে আত্মসমর্পণ করতে হবে সেই মহান বিশ্বস্রষ্টার প্রতি, যিনি মানুষের মাঝে জ্বালিয়ে দিয়েছেন আত্মার এক অবিনাশী মশাল।