‘সরল শিখিনি নামতা শিখিনি/সূত্রে করিনি পুজো/ভুল গণিতের পাতায় পাতায় আমার আত্মজীবনী খুঁজো…’ খুঁজো/পৃষ্ঠা-১২ তারুণ্যের উদ্ভাস কোনো বাধা-নিষেধ মানে না। সবকিছু নিজের মতো করে পেতে চায়, সবকিছু ভেঙে গড়তে চায়। এ অসম্ভব চাওয়াই তারুণ্যের ধর্ম। কিন্তু এইসব চাওয়া মাঝে মাঝে জীবনকে ভুল পথে নিয়ে যায়। আল নাহিয়ান তার প্রথম কবিতার বইটি মনে হয় তার জীবনই এমন ছন্দে ছন্দে পাঠকের সামনে তুলে ধরেছেন। বাংলা ছড়া কবিতায় আল নাহিয়ান বেশ প্রস্তুতি নিয়েই হাজির হয়েছে। ছন্দের দক্ষতা তার ভাবনা প্রকাশে সাহায্যকরী। সাহিত্যে কেউ কারো সাহায্যকারী হয় না কিংবা কারো প্রশংসাও কাজে লাগে না। কবিকেই খুঁজে নিতে হয় তার আপন পথ। শহুরে জীবনের নানা টুকিটাকি চিত্র পাওয়া যায় এ বইটির কবিতায়। বইয়ের নামকরণের মধ্যে যেই চমক তা কবিতার মধ্যেও পাওয়া যাবে। ৮০ পৃষ্ঠার এ বইটিতে রয়েছে ছোট বড় ৫৪টি কবিতা। প্রেম ও সামাজিক বাস্তবতা কবি মননের একটি বিশাল অংশ জুড়ে। ফলে তার কবিতার মধ্যেও এর প্রকাশ নিরবচ্ছিন্ন। ২০২০ সালে প্রকাশিত এই বইটি পাঠক সংগ্রহ করতে পারেন একজন অদম্য তরুণ কবির অবাধ্য মুক্ত সব শব্দের সাথে পরিচিত হতে।