“ডিটেকটিভ হেকিম হোমস” বইয়ের ফ্ল্যাপের লেখা:
পাঠক গােয়েন্দা গল্প পড়তে ভালােবাসে। কিন্তু তা নিছক গল্প পড়াই হয়। নিজেকে সেই গল্পের গােয়েন্দা হিসাবে উপস্থাপন করা আর হয়ে ওঠে না। গল্পের শেষে গােয়েন্দার হাতেই সমস্যার সমাধান। হয়, পাঠক সমাধান পেয়ে তৃপ্তির ঢেকুর তােলে! কিন্তু পাঠকরাই যদি গােয়েন্দা হয়ে যায় তাহলে কেমন হয়? গােয়েন্দার সাথে মিলে রহস্য উদঘাটন করে পাঠক নিজেই যদি নেমে পড়ে রহস্য উদঘাটনে? পাঠক নিজেই যদি রহস্যের সমাধানে এগিয়ে আসে? নিজেই সেই রহস্য সমাধান করে? তখন কেমন হয়? ডিটেকটিভ হেকিম মুনশি সেরকমই এক গােয়েন্দা গল্পের সংকলন যেখানে পাঠকই গােয়েন্দা! প্রতিটি গােয়েন্দা গল্পই শেষ হয়েছে পাঠকের হাতে সমাধান খুঁজতে দিয়ে। সেই সমাধান খুঁজতে গিয়ে পাঠককে গল্পটা শুধু পাঠ করলেই হবে না মাথা খাটিয়ে রহস্যের সূত্র ধরে এগিয়ে যেতে হবে সমাধানে । তবেই মিলবে মুক্তি! ডিটেকটিভ হেকিম মুনশিতে হেকিম মুনশির গােয়েন্দাগিরি তাে থাকছেই, সেই সাথে পাঠক শখের গােয়েন্দা নাভিদের সহকারী হয়ে করতে পারবেন গােয়েন্দাগিরি, পেশাদার সরকারি গােয়েন্দা রাশাদ রাহাকেও জ্যোতির্ময় বুড়াের মতাে করে সাহায্য করতে পারেন, ক্ষ্যাপাটে গবেষক মফেজ ডাক্তারের অদ্ভুত সব কেসেও শামিল হতে পারেন। তাহলে নেমে পড়া যাক গােয়েন্দা গল্পের রহস্যের সমাধানে…