মাঠের উত্তর কোনায় একটা হাতাওয়ালা। চেয়ারে বসে আছে পাকমেজর। পায়ের উপর পা ফেলে সিগারেট ফুকছে সে। পাশের টুলে বসে আছে মুক্তিযুদ্ধ বিরােধী মানু ইমাম। মানু ইমাম খােস মেজাজে আছে। আকবর মাস্টার ও শেফালীকে ধরে এনেছে পাকবাহিনীরা। শেফালীর পছন্দের মানুষ আকবর মাষ্টার। এদিকে মুক্তিযুদ্ধের বিরােধী মানু ইমামের পছন্দের মানুষ শেফালী। আকবর মাষ্টারকে মারে মারুক। শত্রুকে মেরে ফেলা ভালাে। শেফালীর যেন কিছু না হয়। আকবরকে পাকহানাদাররা মেরে ফেললে শেফালীকে মানু ইমাম বিয়ে করবে। সেই বিষয় নিয়ে মেজর সাহেবের সাথে কথা বলাবলি। করছে মানু ইমাম। তারপর………….